WhatsApp: স্ক্রিনশট তুললে কি হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পাঠায়? জেনে নিন

(১/১০) আমরা প্রায়শইই বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করার জন্য বা অন্যান্য কারণে ফোনে স্ক্রিনশট (Screenshot) করে থাকি। কিন্তু এই স্ক্রিনশট নেওয়ার কারণে ফোনে কোন রকম প্রভাব পড়ে কিনা বা হোয়াটসঅ্যাপ থেকে কোনরকম নোটিফিকেশন আসে কিনা সেটা জানিনা। ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে একগুচ্ছ নিরাপত্তা ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)।
(২/১০) দুটি মানুষের কনভার্সেশন মেসেজ যাতে অন্য কারো কাছে না যায় তার জন্য হোয়াটসঅ্যাপে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা। তবে এই ফিচারেও একটু সমস্যা রয়েছে সেটি হল কেউ যদি অ্যাপ থেকে স্ক্রিনশট তোলে তাহলে এই পদ্ধতির আর কিছুই করার থাকে না।
(৩/১০) অনেকের মনে এই বিষয়ে প্রশ্ন আসতে পারে যে,হোয়াটসঅ্যাপে যদি কেউ স্ক্রিনশট তোলেন তাহলে কোম্পানির পক্ষ থেকে ইউজারকে কোন প্রকার নোটিফিকেশন পাঠানো হয় কিনা? অধিকাংশ মানুষই এ বিষয়ে জানেন না এক্ষেত্রে সঠিক বার্তাটি হল প্রদত্ত অ্যাপটিতে স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপ (WhatsApp) কখনোই ইউজারকে নোটিফিকেশন পাঠায় না।
(৪/১০) স্ক্রিনশট তুললে কী হবে? অন্য কেউ যদি অ্যাপ থেকে স্ক্রিনশট তোলে তাহলে এর থেকে আপনি কোন কিছুই টের পাবেন না। হোয়াটসঅ্যাপ কোন প্রকার নোটিফিকেশন পাঠায় না ইউজারদের এর মধ্যে শুধু রয়েছে মেসেজ প্রোফাইল পিকচার এবং স্ট্যাটাসে স্ক্রিনশট।
(৫/১০) শুধু হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশনই নয় এর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের ‘View Once’ ফিচারও সম্পূর্ণ সুরক্ষিত নয়। এই ফিচারটির সাহায্যে কোন ছবি বা মেসেজ একবারই দেখতে পারবেন প্রেরক। তবে কেউ স্ক্রিনশট তুললে সে বিষয়ে কিছুই করার থাকে না।
(৬/১০) ফেসবুক এবং ইনস্টাগ্রাম মেসেঞ্জারে কেউ যদি ডাটা ইয়ারিং মেসেজের এর স্ক্রিনশট তুলে থাকেন তাহলে তার জন্য ২ অ্যাপের তরফ থেকে নোটিফিকেশন পাঠানো হয়। এই তুই অ্যাপের সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপেও এই ফিচারটি যোগ হতে পারে বলে অনেকে মনে করছেন।
(৭/১০) এই তিন সোশ্যাল মিডিয়া অ্যাপেরই মালিক হলেন একজন মেটা। অন্যের স্ক্রিনশট থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন? এক্ষেত্রে সত্যি একটি বিষয় যেটি হলো আপনি এই স্ক্রিনশট থেকে বাঁচার জন্য কিছুই করতে পারবেন না। অন্য কেউ যদি স্ক্রিনশট তলে তা থেকে আপনি কোনোভাবেই জানতে পারবেন না।
(৮/১০) তবে আপনি যেটি নিয়ন্ত্রণ করতে পারবেন সেটি হলো আপনার স্ট্যাটাস ও প্রোফাইল পিকচার। এটা করার জন্য আপনাকে অ্যাপের প্রাইভেসিতে গিয়ে একাউন্ট অপশন থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে। কোন কোন মানুষ আপনার প্রোফাইল পিকচার দেখবে তা আপনি সেখান থেকে সিলেক্ট করতে পারেন।
(৯/১০) Whatsapp ইউজারদের জন্য আরেকটি সুখবর হলো এই এক অতিরিক্ত সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট লক ফিচার নিয়ে এসেছে। আপনি চাইলে একটি নির্দিষ্ট চ্যাট লক করে রাখতে পারেন। আপনি চাইলে প্যাটার্ন অথবা বায়োমেট্রিক লক করা যাবে।

(১০/১০) এর ফলে ওই চ্যাটের কোন প্রকার তথ্য তৃতীয় কোন ব্যক্তি হস্তগত করতে পারবে না। তবে আপনার অপর প্রান্তে থাকা ব্যক্তি থেকে যদি কেউ সেই চ্যাটের স্ক্রিনশট তুলে সে ক্ষেত্রে আপনার কিছু করার থাকবে না।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
এবার টাকা লাগবে না Netflix সাবস্ক্রিপশনে, এই উপায়ে ফ্রিতে আনলিমিটেড ওয়েব সিরিজের মজা নিন
দারুণ খবর দিল RBI, এবার ইন্টারনেট ছাড়াই ৫০০ টাকা পর্যন্ত করা যাবে লেনদেন
ফোন পে, গুগল পে-র নিয়ম বদলে দিল RBI! না জানলে পস্তাবেন (UPI Payment method)
যে কারণে বন্ধ হয়ে যেতে পারে আপনার Google একাউন্ট, বেশি দিন সময় নেই
এ বার লক্ষ্য ‘চন্দ্রযান-৪’! চন্দ্র অভিযানের পরবর্তী ধাপে কোন দেশের সঙ্গে জুটি বাঁধছে ISRO?