12,999 টাকা দামে লঞ্চ হল realme narzo 60x 5G, ফোনটি সম্পর্কে জেনে নিন | Realme narzo 60x 5G price specifications in India
Realme narzo 60x 5G price, specifications, RAM, Battery Capacity, Processor, Camera
Realme narzo 60x 5G: ইতিমধ্যে ভারতে 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে। বিভিন্ন মোবাইল সংস্থা 5g ফোন লঞ্চ করেছে। তেমনভাবে রিয়েলমি তাদের নতুন 5জি স্মার্টফোন পেশ করেছে। এই কোম্পানি তাদের ‘নারজো’ সিরিজের পরিধি বাড়িয়ে ভারতের বাজারে নতুন realme narzo 60x 5G লঞ্চ করেছে।
এই ফোনে ক্যামেরাসহ অন্যান্য ফিচার অসাধারণ। এর 50MP Camera, 5000mAh Battery এবং ভার্চুয়াল RAM সহ 12GB RAM দেওয়া হয়েছে। এই ফোনের সম্পর্কে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো-
Realme narzo 60x 5G-এর দাম ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া realme narzo 60x 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর বেস মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ রয়েছে। অসাধারণ এই ফোনটির দাম নির্ধারিত হয়েছে মাত্র ১২,৯৯৯ টাকা।
আবার এই ফোনেরই টপ মডেল 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ সহ ১৪,৪৯৯ টাকা দামে লঞ্চ করা হয়েছে। Realme narzo 60x 5G ফোনটি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে Stellar Green এবং Nebula Purple কালার অপশনে সেল করা হবে।
Realme narzo 60x 5G এর স্পেসিফিকেশন
- 6.72″এর 120Hz Display
- এতে রয়েছে 12GB RAM (6GB+6GB)
- এর প্রসেসর হলো- MediaTek Dimensity 6100+
- এই ফোনটির ক্যামেরা হলো 50MP Dual Rear Camera
- এই ফোনের ব্যাটারি 33W 5,000mAh Battery
স্ক্রিন
Realme narzo 60x 5G ফোনে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। ফোনের এই স্ক্রিন ১৮০ হার্টস টাচ স্যাম্পেলিং রেট, ১২০ হার্টস রিফ্রেশরেট, এবং ৬৮০ নিটস্ পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর
এই ফোনটি ৬ ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি হয়েছে এবং এতে ২.২ গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি ৬১০০+ অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনের হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য মালী-জি57 জিপিইউ যোগ করা হয়েছে।
RAM-মেমরি
Realme narzo 60x 5G-তে ডায়নামিক RAM টেকনোলজি রয়েছে, যার সাহায্যে ফোনের 6GB ফিজিক্যাল RAM বাড়িয়ে 12GB RAM করা যায়। এর ইন্টারনাল স্টোরেজ রয়েছে 128GB।
রেয়ার ক্যামেরা
Realme narzo 60x 5G-তে ক্যামেরার সঙ্গে অসাধারণ ফিচার যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ। এর সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর বর্তমান রয়েছে।
ফ্রন্ট ক্যামেরা
Realme narzo 60x 5G ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.05 অ্যাপার্চারযুক্ত ৮ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে।
ব্যাটারি
এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5000 mah-এর। আর এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ৩৩ ওয়াট সুপার ফাস্ট চার্জিং- এর ফিচার যোগ করা রয়েছে।
ওএস
এই ফোনটি লঞ্চ করা হয়েছে Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে। এটি কাজ করে রিয়েলমি ইউআই 4.0 এর সঙ্গে।
অন্যান্য
Realme narzo 60x 5G ফোনে অন্যান্য ফিচারগুলো দারুন রয়েছে। যেমন – এই ফোনে ৯ টি 5G Bands রয়েছে। রিয়ালমির এই ফোনটিতে সাপোর্ট করে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.2 ফিচার।
আরও পড়ুন:
👉 iPhone 15: নতুন আইফোন 15 সিরিজে কি কি ফিচার্স থাকছে? ক্যামেরা কেমন? জেনে নিন খুঁটিনাটি
👉 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Moto G54 5G, এর দাম কত? | Moto g54 5G
👉 ৫৪,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Oppo-র এই ফোন, হাতছাড়া করবেন না এই সুযোগ
👉 এবার UPI লেনদেনে নতুন সুবিধা, এই বড় ঘোষণা করলো RBI
👉 বদলে যাচ্ছে WhatsApp-এর চেহারা! কী কী পরিবর্তন আসছে? জেনে নিন এখনই