Redmi Pad SE ভারতে কবে লঞ্চ হতে চলেছে? এতে কী কী ফিচার থাকতে পারে? দাম কত?
Redmi Pad SE: ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি (Xiaomi Sub Brand Redmi) সংস্থার নতুন ট্যাব (Redmi Tab)। যদিও এর পূর্বে ইউরোপের কিছু স্থানে এই ট্যাব আত্মপ্রকাশ করেছিল। এবার ভারতীয় বাজারে আসতে চলেছে Redmi Pad SE। আগামীকাল অর্থাৎ ২৩ এপ্রিল শাওমির Smarter Living ২০২৪ ইভেন্টে ভারতীয় বাজারে মুক্তি পেতে চলেছে এই ট্যাবটি।
সোশ্যাল মিডিয়া প্লাটফ্রম এক্স হ্যান্ডেলে শাওমি ইন্ডিয়া সংশ্লিষ্ট ট্যাবটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করার কথা ঘোষণা করেছে। সম্প্রতি Redmi Pad SE ট্যাবের সম্ভাব্য কিছু তথ্য সামনে এসেছে। মনে করা হচ্ছে যে, গ্লোবাল ভ্যারিয়েন্টের সাথে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে সংশ্লিষ্ট ট্যাবটি।
Redmi Pad SE- এই ট্যাবটি কি কি রঙে আত্মপ্রকাশ করতে পারে ভারতীয় বাজারে
Redmi Pad SE এই ট্যাবটি সবুজ, ধূসর বা গ্রে এবং ল্যাভেন্ডার রঙে ভারতীয় বাজার আত্মপ্রকাশ করতে পারে। গ্লোবাল মার্কেটেও এই তিনটি রঙেই উপলব্ধ রয়েছে সংশ্লিষ্ট ট্যাবটি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউরোপে সংশ্লিষ্ট ট্যাবটি যে ডিজাইনে মুক্তি পেয়েছিল ভারতীয় বাজারেও একই ডিজাইনের মুক্তি পেতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Redmi Pad SE ট্যাবের সম্ভাব্য ফিচারস এবং স্পেসিফিকেশন:
Redmi Pad SE ট্যাবে থাকতে পারে ১১ ইঞ্চির ফুল HD+ রেজোলিউশন যুক্ত LCD ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও সংশ্লিষ্ট মডেলটিতে চোখের সুরক্ষার জন্য থাকবে TÜV Rheinland low blue light সার্টিফিকেশন।
Redmi Pad SE ট্যাবে ব্যবহৃত হতে পারে Qualcomm Snapdragon ৬৮০ প্রসেসর। সংশ্লিষ্ট ত্যাগটি একবার ফুল চার্জ দিলে ১৪ ঘন্টা অবধি ভিডিও প্লেব্যাক এবং ২১৯ ঘণ্টা মিউজিক প্লেব্যাক পাবেন গ্রাহকরা। সংশ্লিষ্ট ফোনটির স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ হতে পারে ৪৩ দিন অবধি।
Redmi Pad SE ট্যাবে থাকার সম্ভাবনা রয়েছে মাল্টি টাস্কিং সাপোর্ট সিস্টেম। তবে সেক্ষেত্রে স্প্লিট স্ক্রিন এবং ফ্লোটিং উইন্ডো ফিচারস দুটিই সাপোর্ট করবে।
ভারতীয় বাজারে Redmi Pad SE ট্যাবের দাম:
সংস্থার তরফ থেকে এখন স্পষ্ট ভাবে জানানো হয়নি যে ভারতীয় বাজারে এই ট্যাবের দাম কত হবে। যদিও ইউরোপীয় বাজারে Redmi Pad SE ট্যাবের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম EUR১৯৯। যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ হাজার টাকা। সংশ্লিষ্ট ট্যাবের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম EUR২৯৯। আচ্ছা ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৮০০ টাকা এবং ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম EUR২৪৯ টাকা। ভারতীয় মুদ্রায় যা হয় প্রায় ২২,৬০০ টাকা।