WhatsApp-এ আসছে নতুন ফিচার, আরও সুরক্ষিত হবে হোয়াটসঅ্যাপ কল, ট্র্যাক করা যাবে না আইপি অ্যাড্রেসও
(১/৮) WhatsApp ইউজারদের সংখ্যা অন্যান্য অ্যাপের তুলনায় সবচেয়ে বেশি হয়। আর যেহেতু এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি তাই এর নিরাপত্তা এবং গোপনীয়তার ব্যাপারে বরাবরই সতর্ক হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা।
(২/৮) মেসেজিং এর মাধ্যমে ইউজাররা যাতে নিজেদের প্রাইভেসি সঠিকভাবে বজায় রাখতে পারে তার জন্য এই নতুন ফিচার লঞ্চ হতে চলেছে। মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ মাধ্যমে IP address যাতে সুরক্ষিত থাকে তার জন্য এই নতুন উদ্যোগ। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে এই নতুন প্রাইভেসি ফিচার আসতে চলেছে।
(৩/৮) তবে এই ফিচার কবে চালু করা হবে সে বিষয়ে নিশ্চিত কিছু বলা হয়নি। তবে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে অন্য একটি পরিবর্তন দেখা গিয়েছে সেটি হল গুগল প্লে স্টোরে যে WhatsApp beta for Android 2.23.18.15 ভার্সান রয়েছে সেখানে একটি প্রাইভেসি কল রিলে ফিচার দেখা গিয়েছে। এই ফিচার যে ভবিষ্যতে যুক্ত হবে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
(৪/৮) জালিয়াতরা বেশিরভাগ সময়েই হোয়াটসঅ্যাপে ইউজারদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তাদের সঙ্গে প্রতারণা করে। হোয়াটসঅ্যাপের নতুন যে ফিচারটি আসতে চলেছে তার সাহায্যে হোয়াটসঅ্যাপে কোন ফোন এলে তার মাধ্যমে হ্যাকাররা যে আইপি এড্রেস ট্রাক করে নেয় এ বিষয়টি বন্ধ হবে।
(৫/৮) তবে এর পাশাপাশি এটা জানানো হয়েছে যে নতুন প্রাইভেসি ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ কলের গুণমান কিছুটা কমে যেতে পারে। হোয়াটসঅ্যাপ এইচডি ভিডিও গ্রাহকদের সুবিধার জন্য whatsapp সংস্থা প্রায় নতুন নতুন ফিচার লঞ্চ করে থাকে। শুধু তাই নয় এর নিরাপত্তা ও পরিষেবার কথা ভেবেও অনেক সময় নতুন উদ্যোগ নিয়ে থাকে।
(৬/৮) হোয়াটসঅ্যাপ নতুন ফিচারের রোল আউট শুরু করেছে এর সাহায্যে ইউজাররা এইচডি কোয়ালিটির ভিডিও (HD Video) আদান প্রদান করতে পারবেন। এক সপ্তাহ আগেই হোয়াটসঅ্যাপে নতুন ফিচারটি লঞ্চ করা হয়েছিল। আর এই নতুন ফিচারের সাহায্যে এখন ছবির সঙ্গে সঙ্গে হাই রেজোলিউশনের ভিডিও পাঠানো যাবে।
(৭/৮) এই ফিচারের রোল আউট যেহেতু শুরু হয়ে গিয়েছে তাই আশা করা যাচ্ছে অল্প দিনের মধ্যেই সমস্ত ইউজাররা WhatsAspp এর নতুন ফিচারের সুবিধাটি পেতে শুরু করবেন। হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর সুবিধা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই মাধ্যমেই পাওয়া যাবে।
(৮/৮) এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে যে সুবিধাটি উপলব্ধ ছিল সেটি হল ৪৮০ পিক্সেলের ভিডিও পাঠানো যেত। তবে এখন সেটি বাড়িয়ে ৭২০ পিক্সেল করা হয়েছে। তবে হোয়াটসঅ্যাপে হাই রেজোলিউশনের ভিডিও পাঠাতে গেলে আগের তুলনায় অতিরিক্ত ইন্টারনেট খরচ হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
X New Feature: এবার ‘এক্স’ platform-এ আসছে ভিডিও-অডিও কলের সুবিধা, ঘোষণা Elon Mask-এর
Airtel Airfiber নাকি Jio Airfiber নেবেন? কম টাকায় বেশি স্পিড কোনটাতে পাবেন?
নতুন 5G প্ল্যান আসছে ডিসেম্বরে, ৫০০ টাকার কমে কোন কোন প্ল্যান Reliance Jio অফার করছে? দেখে নিন
চাঁদে পাওয়া গেল বিপুল খনিজের ভাণ্ডার, জল কী রয়েছে?
মাত্র ৩,৯৯৯ টাকায় বাড়ি নিয়ে আসুন iPhone 14, iPhone 15 লঞ্চের আগে iPhone 14-এ ব্যাপক ছাড়
Jio AirFiber: গণেশ চতুর্থীতে লঞ্চ হবে জিও এয়ারফাইবার, ঘোষণা মুকেশ আম্বানির