X New Feature: এবার ‘এক্স’ platform-এ আসছে ভিডিও-অডিও কলের সুবিধা, ঘোষণা Elon Mask-এর
(১/৬) সম্প্রতি বিখ্যাত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটার (Twitter)-এর নাম পরিবর্তন করে মাইক্রোব্লগিং মাধ্যম ‘এক্স’ (X) রাখা হয়েছে। এলন মাস্কের (Elon Musk) ‘এক্স’ পোস্ট থেকে আভাস পাওয়া গেছে যে এতে অডিও এবং ভিডিও কলের মতো দুটি নতুন ফিচার আসতে চলেছে।
(২/৬) আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাক এবং পিসি-র জন্য কাজ শুরু হয়েছে। এর জন্য কোনও ফোন নম্বরেরও প্রয়োজন হবে না। ‘এক্স’ পোস্টের মাধ্যমে এমনই একটি বার্তা দিয়েছেন এলন মাস্ক (Elon Mask)। আগস্ট মাসের প্রথম সপ্তাহে শোনা গিয়েছিল যে, ‘এক্স’ মাধ্যমে অডিও এবং ভিডিও কলের (Video Call) ফিচার যুক্ত হবে। আর সেই খবরে এবার সিলমোহর দিলেন স্বয়ং ‘এক্স’ (X) মাধ্যমের মালিক এলন মাস্ক (Elon Mask)।
(৩/৬) নিজের এই অ্যাপকে তিনি ‘এভরিথিং অ্যাপ’ নামে আখ্যায়িত করেছেন। ইউজারদের সুবিধার জন্য এই মাধ্যমে নিত্যনতুন ফিচার যুক্ত হচ্ছে। এর কারণ হিসেবে দেখানো হচ্ছে যে সম্প্রতি ‘এক্স’ (X) মাধ্যমের প্রতিদ্বন্দ্বী অ্যাপ ‘থ্রেডস’ লঞ্চ হয়েছে। তাই ইউজারদের ধরে রাখার জন্য নিত্যনতুন ফিচার যোগ করা হচ্ছে।
(৪/৬) চলতি বছর মে মাসের প্রথম দিকে কলিং ফিচার নিয়ে কথা বলেছিলেন এলোন মাস্ক (Elon Mask)। এই ব্যাপারে তিনি জানিয়েছিলেন যে, মাইক্রোব্লগিং মাধ্যমের সাহায্যে বিশ্বের যেকোনও প্রান্তে কারও সঙ্গে কথা বলা যাবে, বিনা ফোন নম্বরের মাধ্যমে। ‘এক্স’ মাধ্যমে ‘এভরিথিং অ্যাপ’ বানানোর পুরো চেষ্টায় রয়েছেন এলন মাস্ক।
(৫/৬) এই মাধ্যমে নিত্য নতুন ফিচার যোগ করার পরিকল্পনায় রয়েছেন তিনি যেমন- ভিডিও দেখা, মনের ভাব প্রকাশ করা, ২৫ হাজার ক্যারেক্টারের দীর্ঘ পোস্ট লেখা, টাকা পাঠানো এইসব ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে তার।
(৬/৬) চলতি বছর আগস্ট মাসের শুরুতেই কলিং ফিচার সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন ‘এক্স’ ডিজাইন আন্দ্রিয়া কনওয়ে। এছাড়াও ‘এক্স’ সিইও লিন্ডা ইয়াক্কারিনোও জানিয়েছেন যে ‘এক্স’ মাধ্যমে নতুন ফিচার হিসেবে ভিডিও কল ফিচার যুক্ত হওয়ার কথা রয়েছে। আশা করা যায় এই মাধ্যমে আগামী দিনে আরও নিত্য নতুন ফিচার যুক্ত হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
Facebook Tips: আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকলে এখনই করে নিন এই কাজ, নইলে বিপদে পড়বেন!
WhatsApp-এ আসছে নতুন ফিচার, আরও সুরক্ষিত হবে হোয়াটসঅ্যাপ কল, ট্র্যাক করা যাবে না আইপি অ্যাড্রেসও
Airtel Airfiber নাকি Jio Airfiber নেবেন? কম টাকায় বেশি স্পিড কোনটাতে পাবেন?
নতুন 5G প্ল্যান আসছে ডিসেম্বরে, ৫০০ টাকার কমে কোন কোন প্ল্যান Reliance Jio অফার করছে? দেখে নিন