এবার UPI লেনদেনে নতুন সুবিধা, এই বড় ঘোষণা করলো RBI
বর্তমান সময়ে সহজ উপায়ে আর্থিক লেনদেন বলতে আমরা এককথায় ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) অর্থাৎ ইউপিআই পেমেন্টের (UPI Payment) কথা বুঝি। এই ইউপিআই পেমেন্টের ব্যবহার ক্রমশ বেড়েই চলেছে। শুধু তাই নয় এর সম্পর্কিত বিভিন্ন সুবিধা গুলিও ক্রমশ বাড়ছে।
তবে এবার ইউপিআই (UPI)-এ নতুন একটি সুবিধা যুক্ত হয়েছে। সম্প্রতি গত সোমবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় বলা হয়েছে যে এখন থেকে প্রাক-মঞ্জুরি বা প্রাক-অনুমোদিত ঋণ বা ক্রেডিট লাইনগুলিও ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) সিস্টেমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
গ্রাহকরা বড় সুবিধা প্রদান
আরবিআই (RBI)-এর নিয়মানুযায়ী এখন পর্যন্ত UPI সিস্টেমের মাধ্যমে শুধুমাত্র ডিপোজিট অ্যামাউন্ট লেনদেন করা যেত। কিন্তু সম্প্রতি দেওয়া এক নির্দেশ অনুযায়ী বর্তমানে সেভিংস অ্যাকাউন্ট, ওভারড্রাফ্ট অ্যাকাউন্ট, প্রিপেইড ওয়ালেট এবং ক্রেডিট কার্ডগুলি UPI-এর সঙ্গে লিঙ্ক করা যেতে পারে।
শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) আরো জানিয়েছে যে, ইউপিআই সিস্টেমে লেনদেনের জন্য ব্যাঙ্কগুলি দ্বারা জারি করা প্রাক-অনুমোদিত ঋণ সুবিধাগুলি অন্তর্ভুক্ত করা হবে। এতে গ্রাহকরা একটি বড় সুবিধা পাবেন।
রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) মতে, এই প্রক্রিয়াটি অবলম্বন করলে UPI-এর খরচও কমাতে পারে। সঙ্গে ভারতীয় বাজারের জন্য অনন্য প্রডাক্টগুলির বিকাশে সাহায্য লাভ করতে পারে। চলতি বছর এপ্রিল মাসে আরবিআই ইউপিআই-এর পরিধি বাড়ানোর প্রস্তাব করেছিল।
এর অধীনে থাকা ব্যাংকগুলিতে ইতিমধ্যেই ঋণ সুবিধা হস্তান্তর বা স্থানান্তরের অনুমোদনের কথা বলা হয়। অর্থাৎ একটি পূর্ব-অনুমোদিত ঋণ সুবিধা থেকে ট্রান্সফার করা যেতে পারে এবং প্রয়োজনে ফান্ড ট্রান্সফারও নেওয়া যেতে পারে।
কীভাবে এই কাজ হবে?
রিজার্ভ ব্যাংকের (RBI) তরফ থেকে জানানো হয়েছে যে এই সুবিধার আওতায় থাকা একটি নির্ধারিত বাণিজ্যিক ব্যাংক পূর্ব থেকে অনুমোদিত ঋণের মাধ্যমে গ্রাহককে ক্রেডিট ইস্যু করার সুবিধা দেয়। তবে এর জন্য একটি শর্ত থাকে সেটি হল এটি করার ক্ষেত্রে গ্রাহকের আগে থেকে অনুমতি নিতে হবে। এই পরিস্থিতিতে UPI সিস্টেমের অধীনে লেনদেন করা যেতে পারে।
রিজার্ভ ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
দেশের বৃহত্তম ব্যাংক ‘ইউপিআই-এর মাধ্যমে ব্যাঙ্কগুলিতে প্রাক-অনুমোদিত ঋণ সুবিধার অপারেশন’-এর বিষয়ে একটি সার্কুলারও জারি করেছে। এতে আরবিআই ব্যাংক অনেক কথায় জানিয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন UPI-এর আওতায় ঋণ সুবিধাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, “এই সুবিধার অধীনে, ব্যক্তিগত গ্রাহকের পূর্ব সম্মতিতে একটি নির্ধারিত বাণিজ্যিক ব্যাঙ্কের মাধ্যমে ব্যক্তিদের দেওয়া প্রাক-অনুমোদিত ঋণ সুবিধার মাধ্যমে অর্থ প্রদান করা যেতে পারে।”
অগাস্টে UPI লেনদেন ১০ বিলিয়ন অতিক্রম করেছে
UPI লেনদেনের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। চলতি বছর আগস্টে, UPI লেনদেন ১০ বিলিয়ন অতিক্রম করেছে এবং জুলাই মাসে এসে এই সংখ্যাটি দাড়িয়েছে ৯.৯৬ বিলিয়নে। বিষয়টি নিয়ে আনন্দ প্রকাশ করেছেন স্বয়ং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।
তিনি জানিয়েছেন যে, UPI মাধ্যম ভারতে ডিজিটাল পেমেন্টের মেরুদণ্ড হয়ে উঠেছে। ইউপিআই-এর মাধ্যমে দেশের লক্ষ লক্ষ মানুষ যাদের কাছে ব্যাঙ্কিং সুবিধাও ছিল না, তারা এই সুবিধাটি গ্রহণ করে আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পেরেছিলেন।
UPI লেনদেনে রেকর্ড
UPI লেনদেন ভারতের আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে বিরাট একটি পরিবর্তন এনেছে সে বিষয়ে আর কোন সন্দেহ নেই। কেন্দ্রীয় ব্যাঙ্কের মতে, UPI লেনদেন খরচ কমাতে পারে এবং ভারতীয় বাজারের জন্য অনন্য প্রডাক্টগুলির বিকাশে সহায়তা করতে পারে।
মোবাইলের মাধ্যমে ইউপিআই লেনদেন চলতি বছর আগস্ট মাসে ১০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। আবার জুলাই মাসে এই সংখ্যাটি দাঁড়িয়েছে ৯.৯৬ বিলিয়নে। আশা করা যাচ্ছে এই সংখ্যাটি আগামী ভবিষ্যতে আরো বাড়বে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ
আরও পড়ুন:
৫৪,০০০ টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে Oppo-র এই ফোন, হাতছাড়া করবেন না এই সুযোগ
বদলে যাচ্ছে WhatsApp-এর চেহারা! কী কী পরিবর্তন আসছে? জেনে নিন এখনই
Realme C51: ৯০০০ টাকারও কমে রিয়েলমি ভারতে লঞ্চ করল নতুন ফোন, এইসব ফিচার পাবেন ফোনটিতে
Honda Elevate: হন্ডার প্রথম SUV এল ভারতে, জেনে নিন এই গাড়ির দাম, ফিচার
Sim Cards: সিম কার্ড কেনা-বেচায় কড়াকড়ি কেন্দ্রের, নতুন কী কী নিয়ম চালু হচ্ছে?