Ola-র থেকেও এর বেশি রেঞ্জ, কম দামে লঞ্চ হলো ePluto 7G Max ইলেকট্রিক স্কুটার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Epluto 7g Max Electric Scooter Price in India, Epluto 7g Max Electric Scooter Specifications

(১/৬) যারা কম দামের মধ্যে ভালো একটি স্কুটার কিনতে চাইছেন তাদের জন্য ভালো খবর। সম্প্রতি ভারতে একটি কম দামের মধ্যে ভালো ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে। স্কুটারটির নাম হলো ePluto 7G Max। এটি লঞ্চ করেছে Pure EV নামের একটি ইলেকট্রিক ভেহিকল স্টার্ট-আপ। এর দাম নির্ধারিত হয়েছে ১.১৪ লক্ষ টাকা

(২/৬) একবার চার্জ করে এই স্কুটার ২০১ কিমি পর্যন্ত চলতে পারবে। এছাড়াও এর আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে কোস্টিং রিগেন, হিলস্টার্ট অ্যাসিস্ট, ডাউনহিল অ্যাসিস্ট এবং রিভার্স মোড


(৩/৬) ePluto 7G Max নামের এই ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ হয়েছে মোট চারটি কালারে। যথা- ম্যাট হোয়াইট, ব্ল্যাক, রেড এবং গ্রে। দেশের বিভিন্ন শোরুম থেকে ইতিমধ্যে অনেক কাস্টমার বুকিং করে ফেলেছে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৪/৬) এই স্কুটারের ব্যাটারি কোয়ালিটি হলো AIS-156 সার্টিফায়েড 3.5kWh হেভি-ডিউটি। সঙ্গে রয়েছে স্মার্ট BMS সাপোর্ট ও ব্লুটুথ কানেক্টিভিটি। ePluto 7G Max মোট তিনটি ভিন্ন ধরনের ড্রাইভিং মোড অফার করেছে। এর পাওয়ারের সঙ্গে ট্রেনের পিক পাওয়ার 2.4 KW দেওয়া হয়েছে সঙ্গে রয়েছে একটি CAN-বেসড চার্জার এর সুবিধা।

(৫/৬) অন্যান্য স্কুটারের মত এই স্কুটারের (Epluto 7g Max Electric Scooter) মধ্যেও ওভার দা এয়ার ফর্ম ওয়ার আপডেট দেওয়া হয়েছে। এর অন্যান্য ফিচারস এর মধ্যে রয়েছে সাতটি ভিন্ন মাইক্রোকন্ট্রোলার্স, গুচ্ছের সেন্সর, স্মার্টফোনের তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী ফিচার ইত্যাদি।

epluto 7g max electric scooter price specifications in India bengali

(৬/৬) স্কুটারটি সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এবং ইতিমধ্যে এর ফিচার ও অন্যান্য কোয়ালিটি গ্রাহকদের কাছে আকর্ষণীয় মনে হয়েছে। তাই এর বুকিংও শুরু হয়েছে। Pure EV-র সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ এগজ়িকিউটিভ রোহিত ভাডেরা বলেছেন যে, “প্রতিদিন প্রায় 100 কিলোমিটার ড্রাইভিং করেন যে সব চালকরা, তাঁদের লক্ষ্য করেই নিয়ে আসা হয়েছে স্কুটারটি। তার কারণ, এই স্কুটারে ঘন ঘন চার্জ করার ঝামেলা নেই। উৎসবের মরশুমেই চালকদের জন্য এই ই-স্কুটারটি নিয়ে আসা হয়েছে, যা অত্যাধুনিক বৈশিষ্ট্য-সহ বাজারের অন্যান্য বিদ্যুচ্চালিত স্কুটারের থেকে অনেকটাই এগিয়ে থাকবে।”

আরও পড়ুন:

👉 Google Play Store কে টেক্কা দিতে দেশীয় Indus অ্যাপ স্টোর লঞ্চ হলো PhonePe-এর তরফ থেকে

👉 মাত্র 8 টাকায় রোজ 2GB ডেটার সাথে মিলবে আরও সুবিধা, Jio-র এই প্ল্যানটি জেনে নিন

👉 WhatsApp-এ Channel ফিচার না চাইলে Hide করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি

👉 Jio-র WiFi একদম ফ্রি পুরো একমাসের জন্য, লাভ ওঠান Jio Fiber-এর এই বিশেষ অফারের

👉 SIM Card New Rule: সিম কার্ডে কড়া নিয়ম ১ অক্টোবর থেকেই, না মানলেই ১০ লাখ টাকা জরিমানা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *