২৫ মিনিটে ফুল চার্জ! চলবে ৫০টি অ্যাপ একসঙ্গে, OnePlus-এর নতুন লঞ্চ হওয়া স্মার্টফোন সম্পর্কে জেনে নিন
(১/৮) যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর। আগামী ৭ অক্টোবর ভারতে OnePlus-এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চহয়েছে। তবে লঞ্চের আগে এই ফোনের ফিচারস গুলি সামনে এসেছে। চলুন সেই ব্যাপারে জেনে নেওয়া যাক।
(২/৮) সম্প্রতি লঞ্চ হতে যাওয়া এই OnePlus ফোনের RAM হলো ১৮ জিবি। ফোনটি লাল রংয়ের কালারে লঞ্চ হতে চলেছে। প্রত্যেকটা ফোন লঞ্চ হওয়ার আগে সেই ফোন তৈরি করা কোম্পানি তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিশেষ পেজ তৈরি করে।
(৩/৮) এই ফোনের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। এই পেজটিতে ‘Notify Me’ নামের একটি অপশন রয়েছে। আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে ফোনটি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন।
(৪/৮) বিশেষ সূত্রে জানা গিয়েছে যে ভারতে লঞ্চ হওয়া OnePlus 11R 5G Solar Red ফোনকে টেক্কা দিতে পারে। খুব শীঘ্রই এই ফোনটি লঞ্চ হতে চলেছে। জানা গেছে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেথ সেল এবং অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের সঙ্গে এই ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনের ফিচারস যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনের সেল থেকে এটি কিনতে পারেন।
(৫/৮) যারা টেক প্রেমী রয়েছেন তাদের এই ফোনটি বিশেষ পছন্দ হতে পারে। এই ফোনটি ভারতে দুটি কালারে লঞ্চ হতে চলেছে গ্যালাকটিক সিলভার এবং সোনিক ব্ল্যাক। এই ফোনের ব্যাকে সিলভার রঙের একটি চকচকে গ্লাস লাগানো রয়েছে।
(৬/৮) এই ফোনের অন্যান্য ফিচারসও দারুন রয়েছে। এর স্কিনটি লাল কালার, এর ডিভাইসে ৬.৭৪ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে লাগানো রয়েছে, যার সঙ্গে ২৭৭২ × ১২৪০ পিক্সেল রেজোলিউশন সঙ্গে পাওয়া যাবে। শুধু তাই নয় ওয়ান প্লাসের নতুন এই সেট ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারবে।
(৭/৮) এই ফোনের ডিভাইসে প্রসেসরের জন্য রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। আপনি চাইলে এই ফোনের মধ্যে ৫০টি অ্যাপ খুব সহজেই ব্যবহার করতে পারবেন, কারণ এই ফোনের মধ্যে ১৮ GB RAM ও ৫১২ GB ইনবিল্ট স্টোরেজ রয়েছে।
(৮/৮) এর সঙ্গে OnePlus ফোনের ব্যাটারি কোয়ালিটিও দারুণ রয়েছে। মাত্র ২৫ মিনিটের মধ্যে ব্যাটারি সম্পূর্ণ ফুল চার্জ হয়ে যাবে। এই স্মার্টফোনে রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট সুপার ভোক চার্জারের সুবিধা।
আরও পড়ুন:
👉 Automatic Cars: এবার সস্তায় কেনা যাবে অটোমেটিক গাড়ির এই ৬টি মডেল, চলবে মাখনের মতো
👉 HP-র সাথে হাত মিলিয়ে ভারতে Laptop উৎপাদন করবে Google, ঘোষণা সুন্দর পিচাই-এর
👉 Jio-কে টেক্কা দিতে বড় প্ল্যান আনলো Airtel! মাথায় হাত আম্বানির
👉 Google Play Store কে টেক্কা দিতে দেশীয় Indus অ্যাপ স্টোর লঞ্চ হলো PhonePe-এর তরফ থেকে
👉 Ola-র থেকেও এর বেশি রেঞ্জ, কম দামে লঞ্চ হলো ePluto 7G Max ইলেকট্রিক স্কুটার