১ ডিসেম্বর থেকে SIM Card কেনার নিয়ম বদলে ফেলতে চলেছে DoT! না মানলেই হবে জেল
(১/৬) SIM Card: যদি আপনি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে নতুন সিম কার্ড নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি সম্পুর্ন আপনার জন্য। খবর অনুযায়ী, আগামী মাস থেকে সিম কার্ড কেনার ক্ষেত্রে নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে।
(২/৬) বর্তমানে হওয়া নানা রকম প্রতারণা বন্ধ করতে সিম কার্ড (SIM Card) কেনা ও বেঁচার নিয়মে কিছু পরিবর্তন আনতে চলেছে টেলিফোন সংস্থা। তাই যারা সিম কার্ড কিনবেন বা বিক্রি করবেন তারা জেনে নিন নতুন নিয়মটি। নাহলে নিয়ম ভাঙ্গার অপরাধে আপনাকে দিতে হতে পারে জরিমানা এবং আপনাকে যেতে হতে পারে জেলে।
(৩/৬) ভুয়ো সিম কার্ড (SIM Card) দিয়ে প্রতারণা বন্ধ করার জন্য এই ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে টেলিফোন সংস্থার তরফ থেকে জারি করা হয়েছে নতুন সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম। এবছরের ১ অক্টোবর থেকে নতুন নিয়মটি লাঘু হওয়ার কথা থাকলেও এই নিয়ম চালু হওয়ার ক্ষেত্রে দেওয়া হয় অতিরিক্ত ২ মাস সময়। অর্থাৎ এবছরের ডিসেম্বর মাস থেকেই চালু হবে এই নতুন নিয়মটি।
(৪/৬) তবে নিষিদ্ধ করা হল বেশি সিম কার্ড নেওয়া। এর অর্থ সিম কার্ড (SIM Card) ইউজাররা একই সাথে একাধিক সিম কার্ড ইস্যু করতে পারবেন না। একটি আইডি দিয়ে ইস্যু করাতে পারবেন অল্প সংখ্যক সিম কার্ড। নিয়ম অনুসারে, ৩০ নভেম্বরের মধ্যে সকল সিম কার্ড বিক্রেতা বা পয়েন্ট ওফ সেল (POS) রেজিস্টার করাতেই হবে। কিন্তু যদি কেউ এই নিয়মটি লঙ্ঘন করেন তবে তাকে দিতে হবে ১০ লক্ষ টাকা জরিমানা। যেতে হতে পারে জেলেও।
(৫/৬) সূত্রের খবর অনুযায়ী, সিম কার্ড (SIM Card) সেলাররা কোনো রকম যাচাই-বাছাই ও তদন্ত ছাড়াই নতুন সিম কার্ড ইস্যু করেন। যেটি প্রতারনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছে, যদি কেউ জাল সিম কার্ড বিক্রি করতে গিয়ে ধরা পড়েন তাহলে তার হতে পারে ৩ বছরের জেল।
(৬/৬) ব্ল্যাকলিস্ট করা হবে তার লাইসেন্স। এই মুহূর্তে এদেশে প্রায় ১০ লক্ষ সিম কার্ড সেলার রয়েছে। যদিও তার মধ্যে বেশিরভাগই ও বিভিন্ন সংস্থাকে বিপুল পরিমাণে সিম কার্ড ইস্যু করে।
আরও পড়ুন:
👉 POCO India Sale: লোভনীয় অফার! ৬,০০০ টাকা ছাড় এই সব POCO স্মার্টফোনে
👉 Facebook Earn Money : বোনাস দিচ্ছে ফেসবুক! মেটা আনল টাকা আয় করার দারুণ উপায়
👉 62,999 টাকার Xiaomi 12 Pro 5G ফোন এখন মাত্র 27,999 টাকায়! Croma-র দারুন অফার
👉 Amazon Sale: স্মার্টফোনে 50%; ইয়ারবাডসে 81% ছাড়, হাফ দামে কিনে আনুন স্মার্টটিভি
👉 Vivo X90 Pro: ভারতে সস্তা হল ভিভো এক্স৯০ প্রো, ১০ হাজার টাকার কমে এই ফোনে রয়েছে দুর্দান্ত ফিচার