অবশেষে লঞ্চ হলো Tata Punch EV গাড়ির, বুকিং মাত্র 21,000 টাকায়
(১/৬) Tata Punch EV Launch: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করল Tata Punch EV। এটি একটি ইলেকট্রিক চালিত গাড়ি। আপনি মাত্র ২১,০০০ টাকা দিয়ে গাড়িটি বুক করতে পারবেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, কয়েক সপ্তাহের মধ্যে এই গাড়িটি গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
(২/৬) আপনি এই Tata Punch EV গাড়িতে পাবেন ৫টি ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট গুলি ভিন্ন ভিন্ন দামের মধ্যে পেয়ে যাবেন। Tata Punch EV গাড়ির পাঁচটি ভেরিয়েন্ট হল- স্মার্ট, স্মার্ট প্লাস, অ্যাডভেঞ্চার, এমপাওয়ার্ড এবং এমপাওয়ার্ড প্লাস। গ্রাহকদের চাহিদার উপর নির্ভর করেই গাড়ির ভ্যারিয়েন্ট বানানো হয়েছে।
(৩/৬) গাড়িটিতে থাকছে পার্সোনালাইজ়েশনের একটা বিশেষ টাচ। Tata Punch EV গাড়িটিতে থাকছে একাধিক কালার টোনও, চারটি মনোটোন এবং ৫টি ডুয়াল টোন। আপনি Tata Punch EV গাড়িটি সিউড গ্রিন, ডেটোনা গ্রে, ফিরালেস রেড, প্রিস্টাইন হোয়াইট অ্যান্ড অক্সাইড ইত্যাদি একাধিক রঙে পাবেন।
(৪/৬) Tata Punch EV গাড়িতে রয়েছে বেশ একাধিক ফিচারস। গাড়িতে উপলব্ধ আছে একটি 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম,360 ডিগ্রি সারাউন্ড ক্যামেরা, ক্রুজ় কন্ট্রোল ফাংশন, এয়ার পিওরিফায়ার, অল-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ভেন্টেলেটেড ফ্রন্ট সিট, ওয়্যারলেস চার্জিং ক্ষমতা, এবং এলিগ্যান্ট সিঙ্গেল-পেন ইলেকট্রিক সানরুফ।
(৫/৬) Tata Punch EV গাড়িতে রয়েছে লেভেল-2 ADAS ক্ষমতাসম্পন্ন ৫জি কানেক্টিভিটি। গাড়িতে আছে ভেহিকল টু লোড ভেহিকল টু ভেহিকল চার্জিং সিস্টেম। যেটি সিমলেস এবং ইন্টারকানেক্টেড ড্রাইভিং এক্সপিরিয়েন্স দিতে সক্ষম। গাড়িটিতে ক্লাউড আর্কিটেকচার উপলব্ধ থাকায় কাটিং-এজ ইন-কার অ্যাপ্লিকেশন এবং ওভার দ্য এয়ার আপডেট দিতে সক্ষম হবে।
(৬/৬) স্বাভাবিকভাবেই এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এত ফিচার্স সম্মানিত গাড়ির দাম কত হবে? Tata Punch EV গাড়ির দাম সম্পর্কে কোম্পানির তরফ থেকে স্পষ্ট কিছুই জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে যে, এই ইলেকট্রিক চালিত গাড়িটির দাম ১০ লক্ষ থেকে ১৩ লক্ষ টাকা হতে পারে। সংস্থার তরফ থেকে এই মাসের শেষের দিকে গাড়িটির দাম জানানো হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন:
👉 ১৪,০০০-এর মোবাইল মাত্র ৭,০০০-এ! Redmi-র বিরাট অফার, কোথায় পাবেন জানুন
👉 Tecno Pop 8: মাত্র ৫,৯৯৯ টাকায় TECNO-র দুর্দান্ত মোবাইল! ক্যামেরা, অন্যান্য ফিচার জেনে নিন
👉 OnePlus 12 নাকি Samsung Galaxy S24? কোন মোবাইল রাজত্ব করবে? রইল তুলনা