সিম কার্ড কেনায় নতুন নিয়ম আনল সরকার! কী কী নিয়ম মানতে হবে?
(১/১৫) New sim Card rules : সিম কার্ড (Sim Card) কেনার ক্ষেত্রে পরিবর্তিত হলো নিয়ম। এই নতুন নিয়ম চালু করার সিদ্ধান্ত টেলিকম সংস্থাকে আগস্ট মাসেই জানিয়েছিল দেশের কেন্দ্রীয় সরকার। গত ১ ডিসেম্বর এই নিয়মটি বাস্তবায়িত করা হয়।
(২/১৫) যদিও পূর্বে সিম কার্ড (Sim Card) কেনার জন্য নতুন নিয়মটি কার্যকরী হওয়ার কথা ছিল ১ অক্টোবর থেকে। পরবর্তীতে সেই সময়সীমা পরিবর্তন করে ২ মাস পিছিয়ে ১ ডিসেম্বর করা হয়।
(৩/১৫) একটি ID দিয়ে একাধিক সিম কার্ড (Sim Card) কেনা থেকে শুরু করে KYC সমস্ত ক্ষেত্রেই নতুন সিম কার্ড নেওয়ার জন্য পরিবর্তিত হয়েছে একাধিক নিয়ম। আজকের এই প্রতিবেদনে পরিবর্তিত নতুন নিয়ম সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
(৪/১৫) নয়া নিয়ম অনুসারে, সিম কার্ড বিক্রেতা বা এজেন্টদের টেলিকম সংস্থার সাথে একটি চুক্তি সই করতে হবে। ভুয়ো সিম দিয়ে প্রতারণা বন্ধ করতেই এই সিধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
(৫/১৫) কোনো সিম বিক্রেতা বা এজেন্ট যদি এই নিয়মটি অমান্য করেন তাহলে সেই এজেন্টকে দিতে হবে ১০ লক্ষ টাকা জরিমানা এবং যেতে হতে পারে জেলে। সেই সাথে তাদের পরিষেবা নিষ্ক্রিয় করা হবে ৩ বছরের জন্য।
(৬/১৫) নতুন নিয়ম অনুসারে, সিম বিক্রেতা বা এজেন্টদের তাদের বিস্তারিত বিবরণ এবং স্থানীয় ঠিকানার তথ্য পুলিশের কাছে জানানো বাধ্য থাকবেন।
(৭/১৫) সিম বিক্রেতা এবং ডিস্ট্রিবিউটারদের সমস্ত তথ্য নথিভুক্ত করে রাখতে চাইছে সরকার। পরবর্তীতে কোনো সমস্যার সৃষ্টি হলে তা কার ভুলে সৃষ্টি হয়েছে সেটি সহজেই চিহ্নিত করা যায়। এই জন্যই সিম বিক্রেতাদের লাইসেন্স করার সময় ১ ডিসেম্বর থেকে ১ বছর অবধি নির্ধারিত হয়েছে।
(৮/১৫) ১ ডিসেম্বর থেকে নতুন সিম কার্ড (Sim Card) কেনার জন্য বা একটি নতুন সিম কার্ডের আবেদন করার জন্য ক্রেতাদের ডেমোগ্রাফিক বিবরণ দেওয়া আবশ্যিক করা হয়েছে। এক্ষেত্রে সিম ক্রেতাদের আধার কার্ডের কর কোড স্ক্যান করেই নেওয়া হবে বিস্তারিত তথ্য।
(৯/১৫) নয়া নিয়ম অনুযায়ী, একজন গ্রাহক কোনো নম্বর নিষ্ক্রিয় করার ৯০ দিন পর টেলিকম সংস্থা সেটি পুনরায় অন্য কোনো গ্রাহককে প্রদান করতে পারবে।
(১০/৫) যদি কোনো গ্রাহক সিম পোর্ট (SIM Port) করার কথা ভাবেন সেক্ষেত্রে সেই গ্রাহককে পুনরায় সম্পুর্ন KYC পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে।
(১১/১৫) একটি ID দিয়ে একই সাথে একাধিক সিম কেনার রীতি বন্ধ করল কেন্দ্রীয় সরকার। একটি ID দিয়ে আপনি সর্বমোট ৯ টি সিম কার্ড (SIM Card) নিয়ে পারবেন। মূলত প্রতারণা বন্ধ করার জন্যই এই সিধান্ত গৃহিত হয়েছে।
(১২/১৫) ব্যবসা (Business) বা কর্পোরেট সেক্টর গুলিতে একই পদ্ধতি অনুসরণ করে সকল সুবিধা প্রদান করা হবে। তবে যারা যারা সিমটি ব্যবহার করবেন তাদের সকলের তথ্য নেওয়া হবে এবং KYC করাতে হবে।
(১৩/১৫) একটি ID দিয়ে একাধিক সিম কার্ড ক্রয় করে তার ভ্রান্ত প্রয়োগ সমন্ধে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগস্ট মাসে বলেন, “ আগে মানুষ একই সাথে একাধিক সিম কার্ড কিনতেন। সেই ব্যবস্থাও ছিল। তবে এই নিয়ম পরিবর্তিত হচ্ছে। নতুন নিয়ম দ্বারা জালিয়াতি কমবে”।
সিম ক্রয়ের ক্ষেত্রে অকস্মাৎ কেনো এই পরিবর্তন নিয়ে এলো কেন্দ্রীয় সরকার???
(১৪/১৫) প্রাপ্ত খবর অনুযায়ী, অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে আর্থিক প্রতারণা বন্ধ, ভুয়ো পরিচয় দিয়ে আর্থিক প্রতারণার-র স্বীকার হওয়ার মতো ক্রাইম বন্ধ করতেই এই নতুন নিয়ম।
(১৫/১৫) এই নিয়মের ফলে আর কোনো সিম বিক্রেতা অবৈধ ভাবে সিম বিক্রয় করতে পারবেন না। নতুন নিয়মে সমস্ত কিছুই থাকবে সরকারের নখ দর্পনে।
আরও পড়ুন:
👉 Android ফোন আছে? আপনার ফোন অন্য কারও হয়ে যাবে এটি না করলে!
👉 ভারতে এবার Starlink দেবে Jio-র থেকেও সস্তা ইন্টারনেট! Elon Mask-এর প্ল্যানে ঘুম উড়ল আম্বানির
👉 Google Pay, PhonePe বন্ধ হয়ে যাবে? কী হবে আপনার UPI ID-র?
👉 450 সিসির নতুন এডভেঞ্চার বাইক লঞ্চ করল Royal Enfield, দাম সহ বিস্তারিত জেনে নিন
👉 টেক্কা দেবে Apple-র প্রযুক্তিকেও! ১০ হাজারের এই ফোন দেবে iPhone 15-র মতো ফিচার্স