Meta: ফেসবুক-ইন্সটাগ্রাম বিজ্ঞাপন ছাড়া ব্যবহার করতে চান? ভারতেও কি চালু হবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৯) যারা FacebookInstagram ব্যবহার করেন তাদের জন্য বিশেষ খবর। এবার থেকে বিজ্ঞাপন মুক্ত ইনস্টাগ্রাম এবং ফেসবুক ব্যবহার করার জন্য চার্জ নেবে মেটা (Meta)। জানা গিয়েছে এর জন্য মেটা ১৪ ডলার চার্জ নেবে ইউজারদের থেকে।

(২/৯) এই নিয়ম ইতিমধ্যেই ইউরোপে চালু হয়ে গিয়েছে। তবে Facebook Instagram ব্যবহারের ক্ষেত্রে এর টাকা দেওয়া বাধ্যতামূলক নয়। যদি ইউজাররা এই টাকা না দেয় তাহলে তারা এই দুটি অ্যাপ ব্যবহারের সময় পার্সোনালাইজড বিজ্ঞাপন দেখতে পাবেন। অর্থাৎ যদি ইউজাররা এই টাকা পে না করে তাহলে তারা শুধু বিজ্ঞাপন দেখতে পাবেন।

(৩/৯) ইউজাররা যদি ১৪ ডলার চার্জ দেই তাহলে এই দুটি অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে তাদের আর বিজ্ঞাপন দেখতে হবে না। ইতিমধ্যেই ইউরোপে এই নিয়ম চালু হয়ে গিয়েছে। ইউরোপের ইউজারদের জন্য কম্বো অফার রয়েছে। যদি কোন ইউজার ইনস্টাগ্রাম এবং ফেসবুক ব্যবহারের জন্য একসঙ্গে কোনও অ্যাড-ফ্রি পরিষেবা নিতে চান তাহলে এর জন্য ১৭ ডলার করতে হবে। তবে ভারতে এই নিয়ম কার্যকর করা হবে কিনা এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

(৪/৯) ইউরোপের ইউজাদের ক্ষেত্রে এদুটি অ্যাপ ব্যবহার করার জন্য তাদের কাছে এই মাসের শেষে তিনটি অপশন আসবে, pay up, use for free but agree to personalized ads, quit– তাদের এই তিনটি অপশনের মধ্যে থেকে বেছে নিতে হবে। সম্প্রতি চালু হওয়া ইউরোপে এই নিয়মের জন্য ইউজারদের সম্মতি নেওয়ার কথা জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৯) যে সমস্ত ইউজাররা এই বিজ্ঞাপন দেখবে তাদের ব্যক্তিগত ডাটাও খরচ হবে, আর মেটার চালু করা নতুন নিয়ম অনুসারে যারা টাকা দেবে না তাদের অন্যান্য সমস্যা থাকলেও এই দুটি অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে বিজ্ঞাপন দেখতে হবে।

(৬/৯) জানা গেছে, মেটা কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়নের কঠিন নিয়ম ভাঙার জন্যই নতুন এই নিয়ম চালু করেছে।চলতি বছরের শুরুতে জানা গিয়েছিল যে ফেসবুক ও ইনস্টাগ্রাম এই দুটি অ্যাপস এর জন্য একটি নতুন নিয়ম কার্যকর করতে চলেছে মেটা কর্তৃপক্ষ।

(৭/৯) নতুন এই নিয়ম অনুযায়ী একটি সাবস্ক্রিপশন সার্ভিস চালু করা হবে, যেখানে ভেরিফাইড facebook ও instagram অ্যাকাউন্ট-এর জন্য ইউজারদের টাকা পে করতে হবে। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে এই বিষয়টি নিয়ে নাকি ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে।

(৮/৯) শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে জানা গেছে যে, একটি জেনারেটিভ আই চ্যাটবোর্ড নিয়ে মেটা কর্তৃপক্ষ পরিকল্পনা করছে, যার নাম হল Gen AI Personas। নতুন এই ফিচারটি মূলত আনা হচ্ছে কম বয়সী ইউজারদের জন্য।

Want to use Facebook-Instagram without ads What will be launched in India

(৯/৯) এছাড়াও একগুচ্ছ এআই পার্সোনালিটি চ্যাট বোর্ড তৈরি করার পরিকল্পনা রয়েছে মেটা কর্তৃপক্ষের। তবে মেটা একাধিক বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পরিকল্পনা করলেও সেগুলি কবে চালু করা হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:

👉 Smart Phones: দুর্দান্ত ক্যামেরা সহ অ্যামাজন সেলে ২০ হাজারের কমে পাবেন যে ফোনগুলি

👉 Automatic Cars: এবার সস্তায় কেনা যাবে অটোমেটিক গাড়ির এই ৬টি মডেল, চলবে মাখনের মতো

👉 Automatic Cars: এবার সস্তায় কেনা যাবে অটোমেটিক গাড়ির এই ৬টি মডেল, চলবে মাখনের মতো

👉 HP-র সাথে হাত মিলিয়ে ভারতে Laptop উৎপাদন করবে Google, ঘোষণা সুন্দর পিচাই-এর

👉 Jio-কে টেক্কা দিতে বড় প্ল্যান আনলো Airtel! মাথায় হাত আম্বানির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *