WhatsApp-এ Channel ফিচার না চাইলে Hide করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি
সম্প্রতি হোয়াটসঅ্যাপে (WhatsApp) একটি নতুন ফিচার এসেছে। আর এই নতুন ফিচার WhatsApp-এর স্ট্যাটাস বারের লুক কিছুটা চেঞ্জ করে দিয়েছে। তবে হোয়াটসঅ্যাপের এই নতুন লুক অনেকেই চাইছেন না। তারা স্ট্যাটাসবারের এর আগের লুকটাই পাওয়ার কথা ভাবছেন। এরকম যদি হয় তাহলে এক্ষেত্রে আপনার কি করণীয়? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সেই বিষয়ে জানাবো। চলুন জেনে নেওয়া যাক।
হোয়াটসঅ্যাপের (WhatsApp) এই নতুন চ্যানেল ফিচার এর মাধ্যমে প্রিয় অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে কানেক্ট থাকা যাবে। তাদের সব খবর পাওয়া যাবে এই চ্যানেলের মাধ্যমে। আবার আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা WhatsApp-র নতুন ফিচারটিকে দারুন পছন্দ করেছে। তারা WhatsApp-এর নতুন ফিচারটিকে দারুন ভাবে উপভোগ করছে। তবে অনেকেই হয়তো জানেন না যে হোয়াটসঅ্যাপে এই চ্যানেলটি কিভাবে ব্যবহার করবেন। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো-
হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহার করার নিয়ম (How to Use WhatsApp Channel?)
- WhatsApp-এর নতুন ফিচার হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যবহার করতে গেলে আপনাকে প্রথমে WhatsApp অ্যাপ এর লেটেস্ট ভার্সনটি আপডেট করতে হবে। ইতিমধ্যেই এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আই ও এস এই দুটি সেটে চলে এসেছে। তাই আপনার ফোন যদি এই দুটি সেটের মধ্যে হয়ে থাকে তাহলে আপনিও খুব সহজে এই আপডেট পেয়ে যাবেন।
- এরপরে আপনার হোয়াটসঅ্যাপটি খুলতে হবে। সেখানে স্ক্রিনের একদম ঠিক উপরে ‘Updates’ ট্যাবটি দেখতে পাবেন।
- সেখানে ক্লিক করার পরে আপনি একাধিক চ্যানেলের তালিকা দেখতে পাবেন। আপনি চাইলে সেখান থেকে আপনার প্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে ফলো করতে পারেন।
- তাদের চ্যানেল ফলো করার জন্য আপনাকে প্রথমে তাদের প্রোফাইলের পাশে ‘+’ বাটন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে ফলো করতে পারবেন। আর আপনি যদি তাদের প্রোফাইলটি ঘুরে আসতে চান তাহলে সেই চ্যানেলে ক্লিক করতে হবে।
এবার যারা হোয়াটসঅ্যাপের চ্যানেল ফিচারটি নিজেদের স্ট্যাটাস বারে দেখতে চান না তারা নিম্নলিখিত পদ্ধতি ফলো করতে পারেন। তাহলে আপনার স্ট্যাটাস বারে আর চ্যানেল ফিচারটি দেখতে পাবেন না।
চ্যানেল আপডেট সরিয়ে ফেলার প্রসেস (How to Hide WhatsApp Channel?)
- এর জন্য আপনাকে প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ করতে হবে। আপনার হোয়াটসঅ্যাপটি সম্পূর্ণ মুছে ফেলে আবার ডাউনলোড করতে হবে।
- এরপরে আপনার হোয়াটসঅ্যাপে থাকা আপডেট ট্যাবে গিয়ে View Updates অপশনে ক্লিক করতে হবে। এর ফলে আপনার স্ট্যাটাস বারটি উপরে দেখা যাবে এবং চ্যানেলগুলো নিচে চলে যাবে। অর্থাৎ আপনি আর এগুলো দেখতে পাবেন না।
- Whatsapp এর নতুন ফিচারটি পুরোটাই নিচে চলে যাবে আর আপনার হোয়াটসঅ্যাপ একেবারে আগের মত হয়ে যাবে। তবে আপনি যদি whatsapp মুছে ফেলতে না চান তাহলে এর জন্য আগে whatsapp মুছে ফেলার পূর্বে এই উপায়টি অবলম্বন করতে পারে। যদি সেটি না হয় তাহলে whatsapp মুছে ফেলার পরে করলে আপনি স্ট্যাটাস বার থেকে চ্যানেল ফিচারটি মুছে ফেলতে পারবেন।
আরও পড়ুন:
👉 Jio-র WiFi একদম ফ্রি পুরো একমাসের জন্য, লাভ ওঠান Jio Fiber-এর এই বিশেষ অফারের
👉 SIM Card New Rule: সিম কার্ডে কড়া নিয়ম ১ অক্টোবর থেকেই, না মানলেই ১০ লাখ টাকা জরিমানা!
👉 ফোন খালি হ্যাং যায়? ঠিক করার সহজ উপায় জেনে নিন
👉 WiFi Security Tips: আপনার বাড়ির WiFi হ্যাক হয়ে যায়নি তো? কত ডিভাইস কানেক্ট আছে? এভাবে দেখুন
👉 ‘Google’-এর আসল নাম কী জানেন? কী ভাবে হয় Google নাম? জানলে চমকে যাবেন