Google Pay, PhonePe বন্ধ হয়ে যাবে? কী হবে আপনার UPI ID-র?
(১/৫) ৩১ ডিসেম্বর থেকে একাধিক মানুষ UPI অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে গিয়ে পড়তে পারেন সমস্যায়। ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তরফ থেকে ফোন পে এবং গুগল পে-এর মতো UPI অ্যাপ গুলি বন্ধ করার নির্দেশিকা জারি করেছে। তবে এতে সকলের ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তবে এই নির্দেশিকা শুধুমাত্র তাদের জন্য কার্যকরী হবে যারা গত বছরে কোনো রকম লেনদেন করেন নি। ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) পক্ষ থেকে জানানো হয়েছে যে UPI পরিষেবা নিষ্ক্রিয় করার আগে ইউপিআই হোল্ডারদের মেসেজের মাধ্যমে নোটিফিকেশন পাঠাতে হবে।
(২/৫) ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর জানানো হয়েছে যে, এই পদক্ষেপ এর মাধ্যমে ইউপিআই লেনদেন আরো বেশি সুরক্ষিত হবে। এই নির্দেশিকার পর সকল ব্যাংক ও অ্যাপগুলি তাদের গ্রাহকদের মধ্যে যে সকল গ্রাহকরা কোন লেনদেন করেনি তাদের ইউপিআই আইডি ও তার সাথে যুক্ত মোবাইল নাম্বারটি ভেরিফাই করবে। যে সমস্ত ইউ পি আই অ্যাকাউন্টে ১২ মাস যাবত কোন প্রকার ডেবিট বা ক্রেডিট হয়নি সেই সমস্ত ইউপিআই আইডিগুলি নিষ্ক্রিয় করে দেয়া হবে।।
নতুন বছরে করতে পারবেন না কোন ট্রানজাকশন
(৩/৫) যদি আপনি বিগত বছরে বারো মাসের মধ্যে আপনার ইউপিআই অ্যাকাউন্ট (UPI Account) থেকে কোন লেনদেন না করে থাকেন তাহলে সেই ইউপিআই একাউন্টটি নিস্ক্রিয় করা হবে। ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেয়া হয়েছে যে যে আইডিগুলিতে এক বছর ধরে ইউপিআই অ্যাকাউন্ট গুলি চালু নেই সেই সমস্ত আইডির ডিটেলস পাঠানোর জন্য। যার সময় নির্ধারিত হয়েছে ৩১শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। যদি আপনি বিগত ১২ মাস ধরে ইউপিআই আইডি দিয়ে কোন প্রকার লেনদেন করে না থাকেন তাহলে ৩১ ডিসেম্বর ২০২৩-এর পর আপনার ইউপিআই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে।
(৪/৫) ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)একটি মুনাফাহীন সংস্থা। সেটি ভারতের ছোটোখাটো পেমেন্ট ও সেটেলমেন্ট সিস্টেম পরিচালনা করে থাকে। Phone pay, Google pay, Paytm-এর মতো সংস্থা গুলি তার আদেশ অনুযায়ী কার্য পরিচালনা করে। কোন প্রকার সমস্যায় ন্যাশানাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর মধ্যস্থতাকারী হিসেবে কাজ।
(৫/৫) সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, ইউপিআই (UPI) ব্যবহারদের পুরনো নাম্বারটি একটি নতুন ব্যবহারকারীকে প্রদান করা হতে পারে। এমত পরিস্থিতিতে প্রতারণার সম্ভাবনা থাকায়, পুরনো আইডি গুলি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে ঘোষিত হওয়া আদেশ অনুযায়ী, টেলিকম সংস্থাগুলি সক্রিয় নয় এমন নাম্বার গুলি ৯০ দিন পর তা নিষ্ক্রিয় করতে পারে অন্য কাউকে সেই নাম্বারটা প্রদান করতে পারে।
আরও পড়ুন:
👉 ভারতে এবার Starlink দেবে Jio-র থেকেও সস্তা ইন্টারনেট! Elon Mask-এর প্ল্যানে ঘুম উড়ল আম্বানির
👉 450 সিসির নতুন এডভেঞ্চার বাইক লঞ্চ করল Royal Enfield, দাম সহ বিস্তারিত জেনে নিন
👉 টেক্কা দেবে Apple-র প্রযুক্তিকেও! ১০ হাজারের এই ফোন দেবে iPhone 15-র মতো ফিচার্স
👉 এবার Royal Enfield থাকবে প্রতিটি বাড়িতে! বিরাট অফার বাইকপ্রেমীদের জন্য
👉 iQOO 12 লেটেস্ট Android 14 এর সাথে লঞ্চ হতে চলেছে, জানুন কবে আসছে ভারতে